নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে এফভি সি-হার্ট-১ জাহাজের রশির আঘাতে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
সদরঘাট নৌ থানার ওসি নাজিম উদ্দীন জানান, ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে অন্য একটি জাহাজকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল এফ ভি সি-হার্ট-১। সাগর উত্তাল থাকায় রশিটি ছিড়ে যায়। এ সময় ছিঁড়ে যাওয়া রশির আঘাতে আলতাফ ও নুরউদ্দীন নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলের তাদের মৃত্যু হয়। পড়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।