নিজস্ব প্রতিবেদক
তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মারমারিস এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ৭০ জন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, আকস্মিক ভূমিকম্পের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী প্রাণ হারিয়েছে। ‘প্যানিক অ্যাটাক’ থেকে তার মৃত্যু হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পে কোনো ভবনের ক্ষতি হয়নি।