স্টাফ রিপোর্টার –
ঢাকায় চালু হয়েছে নদী বিউটি কর্ণার।
রাজধানীর পশ্চিম হাজারীবাগে গত ১১ ই মার্চ পার্লারটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে নদী বিউটি কর্ণার।
পার্লারটির কর্ণধার হচ্ছেন নাজমা আক্তার নদী।মেকআপ আর্টিস্ট হিসেবে তার ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি মেকআপের উপর দেশে সংগঠিত বিভিন্ন প্রশিক্ষণেও অংশগ্রহণ করেন।
নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নদী বিউটি কর্ণারে বিবাহ,গায়ে হলুদ ও অন্যান্য অনুষ্ঠানের প্রি অর্ডার নেওয়া হয়।
পার্লারটির পূর্ণাঙ্গ ঠিকানা:৩৬৯ অগ্রণী ব্যাংকের নিচ তলায় পশ্চিম হাজারীবাগ ঝাউচর ঢাকা, ১২০৯।
খোলা ও বন্ধ হওয়ার সময়: সকাল ৯ টা থেকে রাত ৮ টা।
যোগাযোগ:০১৭৬৬-৩৩৩৫৫৬ ও ০১৬১১-১৩৯১৭০।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ঠিকানা:facebook.com/share/1F9dGnRGtK/।