নিজস্ব প্রতিবেদক :
আজ রাজধানীর মালিবাগস্থ
ইম্পেরিয়াল ভবনে অনুষ্ঠিত রুপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর বাৎসরিক বিপণন সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার সহধর্মিনী ফজলতুন্নেসা ১৯৮৮ সালে কোম্পানীর জন্মলগ্ন থেকে কোম্পানীকে নিরবিচ্ছিন্ন ভাবে আমৃত্যু সাফল্যের সাথে নেতৃত্ব দানের জন্য এই স্মারক সম্মাননা প্রদান করা হয়। মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মোঃ দানিয়েল, কোম্পানীর সিইও ফৌজিয়া কামরুন তানিয়া সহ কোম্পানীর অন্যান্য বোর্ড মেম্বার, উপদেষ্টা, পরামর্শক, উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপক সহ বিপনন ব্যবস্থাপকবৃন্দ। দেশের স্বাধীনতা সংগ্রামে, পুলিশ বিভাগে, জাতীয় ইতিহাসে, পোশাক শিল্পে ও নানা সামাজিক সেবায় মোস্তফা গোলাম কুদ্দুসের অসামাণ্য অবদানসমূহের কথা উল্লেখ করে সভায় বক্তারা বলেন, তাঁর শূন্যস্থান পূরণ করার নয়। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিধারায় তা একটি অপূরণীয় ক্ষতি।বিগত সরকারের কিছু অসাধু আমলাদের চক্রান্তে দুদকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিদেশে চিকিৎসা গ্রহণের পথে ইচ্ছাকৃত ভাবে যারা বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরণের কর্মকান্ড অত্যন্ত নিন্দনিয় এবং সেবিষয়ে নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে অপরাধিদের আইনের মাধ্যমে সাজা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আঁত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।