স্টাফ রিপোর্টার-
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো’র) অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বারিধারার ডেসকো’র বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডেসকো’র বারিধারা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও এতে অংশ নেন ডেসকো’র তত্ত্বাবধায় প্রকৌশলী রূপনগর সার্কেল ও আহবায়ক (শুদ্ধচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন কমিটি) প্রকৌশলী মির্জা আবু নাসের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ।
আলোচনা সভায় বারিধারা বিক্রয় ও বিতরণ বিভাগ, বসুন্ধরা বিক্রয় ও বিতরণ বিভাগ এবং খিলক্ষেত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
এসময় বসুন্ধরা, বারিধারা ও খিলখেত এলাকার ডেসকো’র গ্রাহক এবং ডেসকো আউটসোর্সিং এর আওতায় নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশ নিয়ে ডেসকো’র নিয়মিত গ্রাহকরা বৈদ্যুতিক সেবা সম্পর্কে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। ডেসকো’র সেবা সহজিকরণ এবং দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভার শেষে ডেসকো’র কর্মকর্তারা গ্রাহক সেবার মান উন্নয়নে ডেসকো’র গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সেবা সম্পর্কে গ্রাহকদের কে অবহিত করেন এবং ডেসকো’র সকল কার্যক্রমে গ্রাহকগণের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।