1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিউজ প্রেজেন্টেশন কর্মশালা অনুষ্ঠিত আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিউজ প্রেজেন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ইকরামুল হাসান-

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের প্রস্তুতি নিশ্চিত করতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এবং লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি যৌথভাবে আয়োজন করেছে ‘নিউজ প্রেজেন্টেশন কর্মশালা’। এতে অংশগ্রহণ করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় একশত জন শিক্ষার্থী।

আজ বুধবার (২৭ নভেম্বর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় সংবাদ উপস্থাপক ও মিডিয়া পেশাজীবীরা।

কর্মশালাটির সূচনা লগ্নে,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শামসুদ্দোহা পাটোয়ারী ভাষার দক্ষতা, উচ্চারণ ও উপস্থাপনার বুনিয়াদি কৌশল নিয়ে আলোচনা করেন। এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী নিউজ প্রেজেন্টেশনের কৌশল ও প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেন।

একাত্তর টেলিভিশনের সিনিয়র কন্টেন্ট এডিটর ও উপস্থাপক মাহবুব হাসান স্মার্ট নিউজ প্রেজেন্টেশন ও আধুনিক মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারে বিভিন্ন কলা কৌশল শেয়ার করেন। ,এটিএন নিউজের সাবেক প্রধান সংবাদ উপস্থাপক ও প্রযোজক সাবিনা সাবি অডিশন প্রস্তুতি এবং উপস্থাপনার সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে বিশদ ধারণা দেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব প্রোডাকশন নায়লা পারভীন পিয়া টক শো উপস্থাপনা ও প্রোডাকশনের আধুনিক কৌশল সম্পর্কে আলোচনা করেন। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক আহমেদ রেজা ব্রডকাস্ট জার্নালিজম এবং কূটনৈতিক প্রতিবেদনের চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং নিউজ প্রেজেন্টেশন, প্রোডাকশনসহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণার্থীরা জানান, কর্মশালাটি তাদের জন্য বাস্তবমুখী শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে নতুন দিকনির্দেশনা দিয়েছে।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মামুন বলেন, “এই কর্মশালা তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির একটি যুগান্তকারী পদক্ষেপ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার মো. আব্দুল মতিন এবং সহকারী অধ্যাপক শবনম জান্নাত। অতিথিরা কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যমুনা টেলিভিশনের রিপোর্টার ও স্টামফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী তানভির সিদ্দিক টিপু।

সমাপনী বক্তব্যে স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি
মোহাম্মদ সাব্বির বলেন, “এই কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।”

কর্মশালায় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা, সহ-সভাপতি মো. রাশেদুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক আহমদ মানিক, দপ্তর সম্পাদক মো. ইকরামুল হাসান অ্যালামনাই রিলেশনস কো-অর্ডিনেটর বৃষ্টি রানী দাস, মেম্বারশিপ কো-অর্ডিনেটর রাজিব সাকলাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা গণমাধ্যম জগতে নতুন নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।

উল্লেখ্য,কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪