স্টাফ রিপোর্টার-
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা এবার ছড়িয়ে পরেছে বর্তমানে রাজধানীর নিরাপদ যানবাহন মেট্রো স্টেশনের ভেতরেও।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টায় মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে এ ঘটনাটি ঘটে।
স্টেশনে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানান, ফার্মগেট থেকে ছাত্রলীগের একটি দল খামারবাড়ি অভিমুখে স্লোগান নিয়ে যেতে থাকে। এমন সময় খামারবাড়ি মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি জমায়েত দেখলে ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর চড়াও হয়। লাঠি নিয়ে ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড়ে মেট্রোরেলের স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে আন্দোলনকারীদের পেটাতে থাকে। এক সময় তারা পেইড জোনে প্রবেশ করে আন্দোলনকারীদের পেটায়। এসময় উপস্থিত মেট্রোরেল পুলিশের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের থামাতে স্টেশন থেকে তাদের নামিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় উপস্থিত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনার পর পরই এপিবিএন’র একটি টিম স্টেশনে মোতায়েন করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানায় মেট্রোরেল পুলিশ। এসময় স্টেশনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্টেশন ইনচার্জ জাকারিয়া হাসান শুভ।