জব কনটেক্সটনরবান কমটেক্স লিমিটেড একটি স্বীকৃত ও ১০০ ভাগ রপ্তানি নির্ভর নিট কম্পোজিট গার্মেন্টস ফ্যাক্টরি এখানে মেইনটিনেন্স ম্যানেজার আবশ্যক ইলেকট্রিক্যাল বা ম্যাকানিক্যাল বিষয়ে শিক্ষা সম্পন্ন গাজিপুর ফ্যাক্টরিতে কাজ করতে হবে।
ফ্যাক্টরি নিটিং, ডাইং, ইয়ার্ন ডাইং, সিউইং, প্রিন্টিং ও এমব্রয়ডারী দিয়ে গঠিত।চাকরির দায়িত্বসমূহপ্রজেক্ট এর সকল মেশিন এবং ইকুইপমেন্ট পূর্নাঙ্গ ভাবে চালানোইঞ্জিনিয়ারিং এবং তত্ত্বাবধান দল নেতৃত্বদান করানিটিং, ল্যাব, ডাইং, ফেব্রিক, ফিনিশিং, কাটিং, গার্মেন্টস , পাওয়ার এবং মেশিন ইউটিলিটি ও ইকুইপমেন্ট নিয়মিত পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করাসকল প্রকার সার্ভিসিং, মেরামত ও সমস্যা সমাধান করা সঠিক টেকনিক্যাল সিদ্ধান্তগ্রহন করাসঠিক পাওয়ার ডিসট্রিবিউশন করা ও এরিকসন ও কমিশনিং এবং রেশনিং পরীক্ষা করাসাপ্লায়ার ও সার্ভিসিং এজেন্ট এর সাথে যোগাযোগ করাএফডিএস এবং এফপিএস মেকানিজম কাজ করা এবং নিশ্চিত করাসকল মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল এর কমপ্লায়েন্স মান ও এ্যাকর্ড মান রক্ষা করাসকল প্রকার কমপ্লায়েন্স সম্পর্কিত ডকুমেন্ট ও রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করাসকল সার্ভিসিং রেজিস্ট্রার তত্ত্বাবধান করাফুল টাইম পাওয়ার, জেনারেটর, কমপ্রেসর , বয়লার সহায়তা নিশ্চিত করাইটিপি কাজে মেকানিক্যাল সহায়তা প্রদান করাসকল মেশিন নিরাপত্তা ও ইকুইপমেন্ট , এমডিবি, এসডিবি এবং যে কোন পাওয়ার সংযোগ এর নিরাপত্তা নিশ্চিত করাচাকরির ধরন:ফুল টাইমশিক্ষাগত যোগ্যতাBachelor in Engineering (BEngg) in Electromechanical Engineeringবিএসসি / এমএসসি ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদক্ষতা: Engineersঅভিজ্ঞতা:সর্বনিম্ন ১০ বছরঅভিজ্ঞতার ক্ষেত্র: Engineeringশিল্পক্ষেত্র: Garmentsচাকরির প্রয়োজনীয় বিষয়সমূহনেতৃত্বদান করাসকল মেশিন ব্যবহার জ্ঞান থাকা কমপোজিট টেক্সটাইল কাজ যেমন নিটিং, ডাইং, প্রিন্টিং, এমব্রয়ডারী, কাটিং, জেনসেট, বয়লার , ইটিপি ইত্যাদি দক্ষতা থাকাসংশ্লিষ্ট প্রযুক্তির পরিবর্তন এর পর্যাপ্ত দক্ষতা থাকাদ্রুত শিখতে পারা ও টেকনোলজি নিয়ে কাজ করাচাপের মধ্যে কাজ করার মানুষিকতা থাকাকর্মস্থল:সারাবো, কাশিমপুর, গাজীপুরবেতন:আলোচনা সাপেক্ষআবেদনের পূর্বে পড়ুনবিএসসি/ এমএসসি ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবেরিজিউমি গ্রহণের উপায়প্রকাশ তারিখ:৩০ জুন ২০২০কোম্পানির তথ্যাবলীনরবান কমটেক্স লিমিটেড, সারাবো, কাশিমপুর, গাজিপুর হাউজ – ৮/বি, রোড – ১, গুলশান – ১, ঢাকা – ১২১২।