শামসুর রহমান তালুকদার
দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংকায় টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতি ও দিয়াশলাই নিয়ে আসার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমন নির্দেশনায় টাঙ্গাইল শহরসহ সমাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়!
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল শহরে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ কলেজের ফেসবুক পেইজে আপলোড করা হয় । মুহূর্তেই এটি ভাইরাল হয়ে পড়লে সর্বত্র আলোচনা শুরু হয়।
আগামীকাল রবিবার (৩০ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ কেন্দ্রে প্রায় ১২০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।
কলেজ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। যদিও সমালোচনার মুখে সেটি কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেয়। এরপর রাতেই দুঃখ প্রকাশ করে নোটিশ’টি প্রত্যাহার করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
প্রথম নোটিশে বলা হয় “দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় পরীক্ষার্থীর সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দিয়াশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হল।”
পরবর্তী নোটিশে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে মোমবাতি ও দেয়াশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া
হয়েছিল তা প্রত্যাহার করা হলো এবং উক্ত নোটিশের ফলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশ বুলেটিন’কে মুঠোফোনে জানান, “একজন সিনিয়র শিক্ষকের পরামর্শে নোটিশটি দেওয়া হয়েছিল”। নিজের ভুল স্বীকার করে তিনি আরও বলেন আমি এমন ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।”পরীক্ষা শুরুর দিন থেকে টানা সপ্তাহখানেক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমন সংকায় পরীক্ষার্থীদের একটি মোমবাতি ও দিয়াশলাই আনতে বলা হয়েছিল। কলেজে জেনারেটর ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেলে সমস্যার সৃষ্টি হবে। একজন শিক্ষকের পরামর্শে এমন নোটিশ দিয়ে আমি বেশ বিব্রত হয়েছি।