1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

খালেদা‘র অবস্থা আশঙ্কাজনক

  • সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৭

স্টাফ রিপোর্টার-

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলার পর এভার কেয়ার হাসাপাতালে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।’

এর আগে গুলশানের ভাড়া বাসায় হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে তার চিকিৎসা ?শুরু করে মেডিকেল বোর্ড।

গতকাল হাসপাতালটির সিসিইউতে রেখে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক-নার্স ছাড়া অন্য সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দুপুর দেড়টার দিকে বিএনপি মহাসচিব এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি যে, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল।’ এ সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।

সংশ্লিষ্টরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিক্যাল বোর্ডের এ সব সভায় লন্ডন থেকে ডা. জোবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত থাকেন জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব অ্যাডভোকটে রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকয়োর হাসপাতালে যান। তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসনের সঙ্গে কথা বলেন। বাদ জোহর তিনিসহ নেতকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়ায় অংশ নেন।

সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪