ডেস্ক রিপোর্ট –
হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে নেয়া হয়েছে।
শনিবার (২২ জুন) রাত ৩টায় তাকে হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে খবর দেয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেয়া হয়। বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. শাহাবুদ্দিন এ সময় বাসায় ছিলেন। তারাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।