স্টাফ রিপোর্টার- আসন্ন পবিত্র ঈদুল আজহা’কে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্বক প্রস্তুত বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৪ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা পরিদর্শনে এসে এসব কথা জানান তিনি।

পরিদর্শনের পর সংক্ষিপ্ত ব্রিফিংএ তিনি বলেন, মানুষের যাত্রা সহজ করা এবং র্যাবের সেবা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য র্যাবের প্রতিটি ব্যাটালিয়ান সমূহ তাদের নিজ নিজ দায়িত্বাধীন বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল এবং ফেরীঘাট সহ জনসমাগম পূর্ণ সকল স্থানের নিরাপত্তা জোরদার করেছে।
কমান্ডার আরাফাত বলেন, এ বছর ট্রেনের সকল লাইনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে এবং দূরপাল্লার যাত্রার পূর্ব মুহূর্তের ৩০% টিকিট আসন বিহীন অবস্থায় রেল কর্তৃপক্ষ স্টেশনগুলো থেকে বিক্রি করছে। টিকেট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে ধরনের অভিযোগগুলো আর থাকবে না।
তিনি জানান, সারা দেশে ঈদ উপলক্ষে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রাখা হয়েছে। বাস/ লঞ্চ টার্মিনাল গুলোতে প্রয়োজন অনুসারে বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার সাপোর্ট সেন্টার তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্মানিত যাত্রীরা তাদের যে কোন অভিযোগ আমাদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই বিষয়ে অ্যাকশন নিব। রেল কর্তৃপক্ষও আমাদের সাথে আন্তরিক এবং যাত্রাপথে কেউ যাতে কোনো ধরনের হয়রানি না হয়, বিশেষ করে নারীদের যাত্রীরা আছেন তারা যেকোনো ধরনের অভিযোগ আমাদের র্যাবের কাছে পৌঁছে দিতে পারেন।
কমান্ডার আরাফাত ইসলাম আরও জানান, র্যাবের প্রতিটি ইউনিট ছিনতাইকারী/ পকেটমার/ অজ্ঞানপার্টি সহ দুষ্কৃতকারী দের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।
যাত্রা পথে কোন অপরিচিত মানুষের সাথে সক্ষ্যতা গড়ে তোলা এবং যাত্রাপথে কারো কাছ থেকে কোন ধরনের খাবার গ্রহণ কিংবা এরকম কথা যদি কেউ আপনাদের সাথে তৈরি করে সে ব্যাপারে যাত্রীদের সতর্ক থাকার আহবান জানান র্যাবের এই কর্মকর্তা। পাশাপাশি দূরপাল্লার যাত্রায় মহাসড়কে অঅনুমোদিত যানবাহন এবং তিন চাকার যানবাহন এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।