স্টাফ রিপোর্টার-
গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের একটি মোজা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বাড়ি ছাড়ছেন স্থানীয়রা। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মোজা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কাপাসিয়া, রাজেন্দ্রপুর, জয়দেবপুর ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের আটটিইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার নিটিং সেকসনের পেছন পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আশপাশের বাড়ি থেকে পানি নিয়ে চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ।
কারখানার শ্রমিকরা জানান, বিকেলে কারখানার নিটিং সেকশনের নিচ তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ওই ভবনের দুই ও তিন তলায় ছড়িয়ে পড়ে। আগুনে ওই সেকশনের সবকিছু পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কারখানার একটি ভবনের দুই তলা ও তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পানির জন্য আগুন নিয়ন্ত্রণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে সময় লাগবে।
এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানার পেছনের দিকের বাসিন্দাদের বাড়ি ছেড়ে মালামাল নিয়ে বাহিরে অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।