স্টাফ রিপোর্টার-
কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রবিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশক্রমে চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলের সব পদ থেকে ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির কমিটি বাতিল করা হলো।
এর আগে গত শুক্রবার কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে দলের কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।