ডেস্ক রিপোর্ট : সোনালী নামের ২৫ বছরের একজন বাক প্রতিবন্ধী নারী পাওয়া গেছে। গত ৪ জানুয়ারি বিকালে তেজগাঁওয়ের তেজকুনি পাড়া রাজা মিয়ার গলিতে ওই নারীকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তিনি কাগজে তার নাম লিখেন সোনালী। তেজগাঁও থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। এখন পর্যন্ত তার পরিবারের সাথে যোগাযোগ করার মতো কোন তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ওই নারী ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
বাক প্রতিবন্ধী এই নারীর কোন স্বজনদের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের মোবাইল ০১৩২০০৪২০৮৫ অথবা ০১৩২০০৪২০৫৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।