1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

সেন্টমার্টিনে তিন দিন বন্ধ থাকবে পর্যটকবাহী জাহাজসহ হোটেল-মোটেল ও গেস্ট হাউজ

  • সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১০২
আগামী ৬,৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৬,৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার-

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ তিন দিন বন্ধ থাকবে। এছাড়া দ্বীপের সকল ধরনের হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলোও বন্ধ থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, আগামী ৬,৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি দ্বীপের হোটেল-মোটেল গেস্ট হাউজগুলোও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন সময়ে বহিরাগত ব্যাক্তিদের চলাচল বন্ধ রাখার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি রাত ১২ টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত টেকনাফ উপজেলার আওতাদ্বীন সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ গুলোও বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, প্রতিবছর পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী ৮টি জাহাজ চলাচল করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪