স্টাফ রিপোর্টার-
ঢাকার কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর এলাকার ধলেশ্বরী সেতুর টোল প্লাজার পূর্ব পাশে অবস্থিত আমিন করপোরেশন নামের প্যাকেজিং কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৭টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।