স্টাফ রিপোর্টার-
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), সার্জেন্ট ও কনস্টেবলসহ ৬৫০ জনকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বদলি ও পদায়নে সম্মতি দেওয়া পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল ৫২৪ জন, নায়েক সাতজন, উপপরিদর্শক (এসআই) ২০ জন, এসআই (নিরস্ত্র) ৩০ জন, টিএসআই একজন, সার্জেন্ট একজন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ২৩ জন ও উপপরিদর্শক (এএসআই) সশস্ত্র ৪৪ জন।
এর আগে গত ১২ ডিসেম্বর দুই পুলিশ কমিশনার, দুই পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।
