স্টাফ রিপোর্টার- একদিনে ১৫ জনকে হারিয়ে যাওয়া/ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে রেকর্ড গড়ল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, মঙ্গলবার সকালে মিরপুর মডেল থানায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো জিডিমূলে উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়। একই সময়ে প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ৫৫ টি মোবাইল ফোন কাওকে বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে। এসব মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া।
ওসি জানান, বিভিন্ন সময় এসব মোবাইল ফোন উদ্ধারে জিডি করেন ভুক্তভোগীরা। সেই জিডি ও মামলার সূত্রেই এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে ১৫ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মোবাইল ফোনগুলো প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হয়নি।
মোবাইল উদ্ধারে গঠিত বিশেষ টিমের সদস্যরা হলেন এএসআই মোঃ ওবায়দুল হাসান, এএসআই শেখ মোঃ মনোয়ার হোসেন, এএসআই মোঃ কামরুল ইসলাম।