মহামারি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত আরও ২৭২ জন ব্রিটিশ নাগরিক লন্ডনে ফিরে গেছেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ও ১১টার দিকে সিলেট থেকে এ দফায় যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইট।
বিমান কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট থেকে একাদশ দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এক শিশুসহ মোট ২৭২ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।
চলতি করোনা পরিস্থিতিতে প্রথম দফায় গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ষষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন, ৭ মে অষ্টম দফায় ১৪৩ জন, ১০ মে নবম দফায় ৪৭ জন, ২০ মে দশম দফায় ২৭৫ জন ও গতকাল মঙ্গলবার একাদশতম দফায় ২৭২ জনসহ মোট ১ হাজার ৬৯৬ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক লন্ডন ফিরেছেন।