স্টাফ রিপোর্টার-
নারায়ণগঞ্জের জালকুড়িতে সুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় যুব উন্নয়ন অধিদফতরের পাশের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে তারা তাহমিদ ইয়াং কম্পোজিট নামের কারখানাটিতে আগুন দেখতে পান। ক্রমশ আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। তবে কারখানার ভেতরে কোনও শ্রমিক-কর্মচারীকে দেখতে পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মূলত এই কারখানায় তুলা থেকে সুতা তৈরি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখর উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরেকটু সময় লাগবে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।’