স্টাফ রিপোর্টার- নাশকতা সংগঠিত হওয়ার আগেই ধাওয়া করে ৩-৪ জন নাশকতাকারীকে আটক করায় এবার পুরষ্কার পেলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, ডিসি ট্রাফিক তেজগাঁও মোস্তাক আহমেদের নির্দেশনায় প্রতিদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল পৌনে সাতটায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম এলাকা পরিদর্শনে বের হোন। এসময় বেড়িবাঁধ এলাকার মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল গেটের সামনে আনুমানিক ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে “হরতাল হরতাল” শ্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসের দিকে উত্তেজিত অবস্থায় এগিয়ে যেতে দেখেন। টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সাথে কৌশলে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর আগেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে আটক করতে সক্ষম হোন, যাকে পরবর্তীতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, সাহসিকতাপূর্ণ এই কাজের স্বীকৃতিস্বরূপ আজ সকালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান টিআই সরিফুল ইসলামকে বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করেন এবং তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, ডিএমপি কমিশনার ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য ইতঃপূর্বে আসাদগেট এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় একজন নাশকতাকারীকে সরাসরি আটক করতে সক্ষম হওয়ায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনে কর্মরত সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুলকে ডিএমপি কমিশনার পুরস্কৃত করেছিলেন।