স্টাফ রিপোর্টার- পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম। ছবি: শাকিল আহমেদ
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের অধীনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এজন্য তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামের নতুন জোট গঠন করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক নতুন জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেয়ার কথা জানান।
নতুন জোট যুক্তফ্রন্ট জোটের মধ্যে রয়েছে – বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১২ দলীয় জোটের অধীনে এতদিন বাংলাদেশ কল্যাণ পার্টি সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল।