স্টাফ রিপোর্টার-
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞানতামা আসামি করে এ মামলা করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেফতার নেই। মামলা তদন্ত করা হচ্ছে।
এ দিকে মামলার এজাহারে বলা হয়, সোমবার বিকেল ৩ টা ৫২ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাতনামা নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে তারা। এতে আদালতে আসা বিচার প্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।