নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের সেকশন ২ এলাকা থেকে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের ভুয়া নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
আটককৃতের নাম- মো. রাজু (৩২)। এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় তাকে টাকা সমেত হাতেনাতে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, মিরপুর জোনে কর্মরত ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের ভুয়া নামে প্রতারণার অভিযোগে রাজু (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে অভিনব কায়দায় জুতার ভেতর লুকিয়ে রাখা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটককৃত রাজু একজন চিহ্নিত প্রতারক। তিনি সবাইকে পুলিশ কর্মকর্তার ‘লোক’ হিসেবে পরিচয় দেন।
ওসি মহসীন আরও জানান, প্রতারক রাজু সার্জেন্ট আশরাফের হয়ে কাজ করেন। অথচ এই নামে কোন সার্জেন্ট মিরপুরে কর্মরত নেই! কিন্তু আশরাফুর জামান আশরাফ নামে তিনি একটি ভিজিটিং কার্ড ছাপিয়েছেন। সেই কার্ড বিভিন্ন স্থানে ব্যবহার করে তিনি প্রতারণা করে থাকেন।
রবিবার (১২ নভেম্বর) সাহাবুদ্দীন নামের এক ব্যক্তিকে স্বল্পমূল্যে ব্যাটারি কিনে দেয়ার নামে ৩৫ হাজার টাকা নেন। এরপর ব্যাটারি এনে দিচ্ছেন বলে পালিয়ে যান।
পরবর্তীতে ভুক্তভোগী ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করলে রাজুকে ২ নং সেকশন থেকে আটক করা হয়।
রাজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।