নিজস্ব প্রতিবেদক
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন অর্থ ও পরিকল্পনা) মোহাম্মদ মনিরুল ইসলাম এক অফিস আদেশে এ বদলি করেন।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মাদক পন্নাগার চট্টগ্রাম মেট্রো( দক্ষিণ) কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নিজাম উদ্দিন খান কে ঢাকা মেট্রো( দক্ষিণ) মতিঝিল সার্কেল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মাদক পণ্যাগারের পরিদর্শক মো. নজরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে, ঢাকা মেট্রো দক্ষিণ মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে মৌলভীবাজার জেলা কার্যালয়ের মঙ্গল মাদকদ্রব্য পণ্যাগারে, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম কে চট্টগ্রাম মেট্রো দক্ষিণ কার্যালয়ে, জামালপুর জেলা কার্যালয়ের দর্শক মো. শরিফুল ইসলামকে কুমিল্লা জেলা কার্যালয় ও ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের (উত্তর) সার্কেলের মো. মাহবুবুর রহমানকে নাটোর জেলা কার্যালয়ের ক সার্কেলে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
বদলির আদেশে আরও বলা হয়, বদলির আদেশ পাওয়া সবাইকে আগামী ১৩ই নভেম্বরের ভিতরে বদলিকৃর কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।