নিজস্ব প্রতিবেদক-
দেশব্যাপী চলছে বিএনপি জামায়াতসহ সমমনা দলের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন। কর্মসূচিকে ঘিরে বিএনপির কার্যালয় কেন্দ্রিক যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আজও কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরানা পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশে পাশে ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির উপস্থিতির এমন চিত্র দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা বার্তা২৪কে বলেন, কোনো ধরনের অপৃতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতেই আমাদের সবসময় সতর্ক অবস্থানের সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই পুরানা পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের দুই পাশে দাড়িয়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন কররছন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা। এছাড়া ফকিরাপুল মোড় ও কাকরাইল মোড়েও রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা। এছাড়া কার্যালয়ের সামনের সড়কে মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ শুরু হয়েছে। বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে জামায়াতসহ বিভিন্ন রাজতৈক দলও অবরোধ কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার তৃতীয় দফায় অবরোধের দ্বিতীয় দিন, তবে রাজধানীর ভেতরে চলাচলকারি অধিকাংশ গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।