1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে- তথ্যমন্ত্রী

  • সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৪
সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে- তথ্যমন্ত্রী
সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অবরোধ ও হরতাল কর্মসূচির নামে যারা গাড়ি পোড়ায়, মানুষের ওপর আক্রমণ পরিচালনা করে- তারা দেশ, জাতি ও সমাজের শত্রু। আমরা এদের নির্মূল করতে বদ্ধপরিকর। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ব্রিগেড ৭১’ আয়োজিত ‘ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী দলগুলোর রাজনীতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। গর্তে ঢুকে থাকা সন্ত্রাসীদের বের করে এনে শায়েস্তা করা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব।

হাছান মাহমুদ বলেন, যারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের পর মায়াকান্না করে- তাদের কাছে প্রশ্ন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কি গাড়ি-ঘোড়া পোড়ানো হতে পারে? ২৮ অক্টোবর তারা পুলিশ হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, অ্যাম্বুলেন্স পোড়ানো এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। এগুলো যারা করে তারা জঘন্য সন্ত্রাসী, হিংস্র হায়েনার চেয়েও হিংস্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জনগণের দায়িত্ব। সরকারি দল হিসেবে এটা আওয়ামী লীগেরও দায়িত্ব।

‘ব্রিগেড ৭১’ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক মোস্তফা হোসেইন। আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল নুর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ‘ব্রিগেড ৭১’ এর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪