নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকায় ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেলসহ গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা গাজী মো. হাসানকে আটক করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
ওসি জানান, ওই ছাত্রদল নেতার কাছে থেকে একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আর তার কাছে থাকা অপর একটি ককটেলের বিশ্ফোরনে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।