স্টাফ রিপোর্টার-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৩ দফা দাবির স্মারকলিপি তুলে দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ (সোহেল তাজ)। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তাকে গণভবনের ভেতরে নিয়ে যান। সেখানে প্রাধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে সোহেল তাজ স্মারকলিপি তুলে দেন।
সোহেল তাজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আশ্বস্থ করেছেন যে, এই ৩ দাবি অচিরেই বাস্তবায়ন করা হবে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে গণভবনের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সোহেল তাজ।
সে সময় সোহেল তাজ বলেন, ‘আমি এখনো গণভবনের সামনে অবস্থান করছি। তিন দফা পুরণ না হওয়া পর্যন্ত আমি এখানেই অবস্থান করব। অনেকেই আমাকে এখন থেকে সরে যেতে বলেছেন, কিন্তু আমি দাবি পুরণ না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব।’
আজ বিকেলের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের সামনে অবস্থান নেন সোহেল তাজ।
সোহেল তাজের দাবিগুলো হলো- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় ওই দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।
এর আগে অবস্থানের বিষয়ে সোহেল তাজ বলেছিলেন, তিন দফা দাবির সদুত্তর না পাওয়া পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করব। গ্রেপ্তার ছাড়া সরানো যাবে না।
পরে গণভবন থেকে বেরিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানে বিষয়ে অনড় সোহেল তাজ।
এর আগে ১০ এপ্রিলও পদযাত্রা করে একই দাবিতে গণভবনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছিলেন সোহেল তাজ।