স্টাফ রিপোর্টার-
আরামবাগ হঠাৎ করে শিবির শিবির ও আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। অন্যদিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের দিকে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে আরামবাগ মোড়ে সকাল থেকে অবস্থান নেওয়া সরকার বিরোধী আন্দোলনের সমর্থকরা সকাল থেকে খালেদা জিয়া, স্বৈরাচার সাবধান, এই স্লোগান দিলেও হঠাৎ তারা শিবির-শিবির ও আল্লাহু আকবার স্লোগান দিতে আরম্ভ করে।
এছাড়া, তারা জামায়াতে ইসলামীর পতাকাও উত্তোলন করেন।
জামায়াত’র কর্মসুচির বিষয়ে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জামায়াতকে কোন অনুমতি দেওয়া হয় নাই। দেওয়া হবেও না। তারা সমাবেশের চেষ্টা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।