ডেস্ক রিপোর্ট-
রাজধানীতে আজ সমাবেশ করবে দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল ও সমমনারা। সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজধানীর অন্যতম প্রবেশপথ বাবুবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি, বংশাল ও চকবাজার থানা পুলিশ। সকাল থেকে এ পর্যন্ত ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাবুবাজার ব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ধরে ধরে তল্লাশি করা হচ্ছে। ব্যক্তিগত মোবাইলফোনও চেক করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে কাউকে কাউকে হেফাজতে নিচ্ছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদি হাসান জাগো নিউজকে বলেন, ‘কাল রাত থেকেই তল্লাশি চলছে। কেউ যেন কোনো নাশকতা না করতে পারে সেজন্য তল্লাশি করা হচ্ছে। দুই বৃহৎ দলের সমাবেশ উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।’