1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

নানা ধরনের হুংকার দিচ্ছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৩৭
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ডেস্ক রিপোর্ট-   

বিএনপি দেশকে অচল করে দেওয়াসহ নানা ধরনের হুংকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসছে, বিএনপি অলরেডি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১৪-১৫ সনে আপনারা দেখেছেন, তারা কীভাবে অগ্নি-সন্ত্রাস করেছে। কীভাবে তারা মানুষকে পুড়িয়েছে। কাজেই এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টানা ১৫ বছর দেশকে কোথায় নিয়ে গেছে, আপনারা দেখেছেন। তিনি বলেছিলেন বদলে দেবেন বাংলাদেশকে। তিনি সেই জায়গাতেই বাংলাদেশকে নিয়ে গেছেন। তিনি যথার্থ বদলে দিয়েছেন। কাজেই মানুষ যে দল (বিএনপি) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছে না।’

তিনি বলেন, ‘এখন তারা (বিএনপি) নানা ধরনের হুংকার দিচ্ছে। দেশকে অচল করে দেবে। আবার মানুষকে হত্যা করবে, আবার অগ্নিসন্ত্রাস করবে কিংবা অচল করে দেবে। এ ধরনের হুমকি-ধামকি এদেশের মানুষ পছন্দ করে না। এদেশের মানুষ চিরতরে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করার জন্য তৈরি হয়ে আছে।’

রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুর আর্ট স্কুল ভবনের উদ্বোধন ও পৌর মদন মোহন জিউর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪