1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানের পুলিশি সেবা প্রদানে সক্ষম হবে- ড. মল্লিক

  • সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৯

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানের পুলিশি সেবা প্রদানে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম।

দুই সপ্তাহ ব্যাপী চলা কোর্স অন স্মার্ট পুলিশিং শীর্ষক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, স্মার্ট পুলিশিং চর্চার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ এবং সেবাদানকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ সরকার ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রেক্টর বলেন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে স্মার্ট পুলিশিং সংক্রান্ত এটিই প্রথম আনুষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ স্মার্ট পুলিশিং বিষয়ে যে ধারণা লাভ করেছেন তা নিজ নিজ কর্ম ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ-২০৪১ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট পুলিশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। সে উদ্যোগের সারথী হিসেবে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানের পুলিশি সেবা প্রদানে সক্ষম হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক পুলিশের ন্যায় অপরাধ ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিত করণসহ তথ্য প্রযুক্তি নির্ভও পুলিশিং কার্যক্রমে পরিচালনায় সক্ষম হবে।  এতদ্সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে মিথস্ক্রিয়া অধিকতর বৃদ্ধি হবে। 

প্রশিক্ষণার্থীগণের পক্ষ থেকে একজন সিনিয়র প্রশিক্ষণার্থী কোর্সের কারিকুলাম সময় উপযোগি, বাস্তবায়ন যোগ্য এবং  সেবাধর্মী পুলিশিং কার্যক্রম পরিচালনায় ফলপ্রসু হবে বলে অভিমত ব্যক্ত করেন। এ ধরণের প্রশিক্ষণ অব্যাহত রাখা ও পুলিশ পরিদর্শকগণের আরও অংশ গ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানান।

এ প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। কলেজের ফ্যাকাল্টিবৃন্দ উক্ত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪