1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

সাংবাদিক প্রীতমের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

  • সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৪৪

ডেস্ক রিপোর্ট-

দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক প্রীতম সাহা সুদীপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার সাংবাদিক প্রতীমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘প্রীতম দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার এই আকস্মিক প্রয়ানে আমি গভীরভাবে শোকাহত। প্রীতমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি যেন স্বর্গবাসী হন স্রষ্টার কাছে এই প্ৰাৰ্থনা করছি।’

একইদিন বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় প্রীতম সাহা মারা যান।

চিকিৎসকের বারত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু কাজী ইহসান বিন দিদার।

দিদার জানিয়েছেন, প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউ’তে ছিলেন। খাদ্যনালীর জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

জানা গেছে, প্রীতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা, মা এবং ছোট দুইটি ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪