1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে করেন সারেগামাপা খ্যাত নোবেল

  • সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৭৫১

দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে তীব্র নিন্দার মুখে পড়েছিলেন বাংলাদেশের সংগীত শিল্পী নোবেল। সেই রেশ কাটতে না কাটতে প্রকাশ্যে এল নতুন এক খবর। ৭ মাস আগে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি।

জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মঞ্চ তাঁকে পরিচিতি দিয়েছিল। তাই শুধু নিজের দেশ নয়, পশ্চিমবঙ্গেও তার সমান জনপ্রিয়তা। অসংখ্য অনুরাগী নোবেলের। কিন্তু নিজের অভব্য আচরণ, অশালীন মন্তব্যের জেরে ভক্তদের বিরাগভাজন হন বারবার। নোবেলের অহংকার আর ঔদ্ধত্য প্রতিবারই তাঁকে রোষানলে ফেলে। আর এবার যা সামনে এল, তাতে হাজারো যুবতীর মন তো ভেঙেইছে, সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল সমালোচনা। জানা গিয়েছে, ৭ মাস আগে গোপনে বিয়ে করেছেন গায়ক। অথচ বিয়েটা সবসময়ই একটা আনন্দের বিষয়। তাহলে লুকনোর কী হল? আসলে নোবেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কারণ এটি তাঁর তৃতীয় বিয়ে। সেই বিয়ের সার্টিফিকেটও সামনে এসেছে। যেখানে লেখা রয়েছে, ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯-এর ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক যুবতীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে নাকি তাঁদের রোজ মারধরও করেন।

বিয়ের ব্যাপারে আরও জানতে নোবেলের জন্মস্থান গোপালগঞ্জে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নোবেলের এক বন্ধু জানান, ছোটবেলা থেকে বেশ দুরন্ত নোবেল। প্রথমে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে পরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভর্তি হয়। তবে নবম শ্রেণিতে পড়াকালীন এক নারীকেন্দ্রিক ঘটনায় তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর আর গোপালগঞ্জে সেভাবে দেখা যায়নি।

চিরকালই নারীকেন্দ্রিক ঘটনায় জড়িয়েছেন। এবার তাঁর নামের পাশে জুড়ল আরও এক মহিলার নাম। গত নভেম্বরে তৃতীয়বাবের মতো বিয়ের পিঁড়িতে বসেন নোবেল। কনে মেহরুবা সালসাবিল। স্ত্রীকে নিয়ে বর্তমানে তিনি থাকেন ঢাকার নিকেতনের একটি ফ্ল্যাটে। এ কথা নিশ্চিত করেছেন সেই ফ্ল্যাটে যাতায়াত করা নোবেলের এক বন্ধুও। তাঁর বিয়ের সার্টিফিকেট সংবাদমাধ্যমের কাছে আসতেই খবর প্রকাশ্যে আসে। আর তারপরই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। নিন্দার ঝড় ওঠে।

এর আগে রিমির সঙ্গে সংসার শুরু করেছিলেন বাংলাদেশি গায়ক। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়কে বিয়ে করেন। ভেঙে যায় সেই সম্পর্কও।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪