ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে সমালোচনার শেষ নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) এর ব্যতিক্রম ছিল না। মাঠে ক্রিকেটারদের সাথে আম্পায়ারদের তর্ক, পরবর্তীতে জরিমানার ঘটনাও ঘটছে সবশেষ আসরে। যে কারণে মানসম্মত আম্পায়ার তৈরীর উদ্যোগের কথা গত এপ্রিলেই জানিয়েছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তারই প্রেক্ষিতে এবার নতুন আম্পায়ারের খোঁজে বিজ্ঞপ্তি দিলো বিসিবি।
আগামী ২৩ জুলাই থেকে ২৭ জুলাই ৫দিন ব্যাপী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আম্পায়ারদের প্রশিক্ষণ দেবে বিসিবি। আগ্রহী প্রার্থীদের ১৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তার জন্য যোগাযোগ করতে হবে বিসিবির আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনকারী সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর হতে হবে। সেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে নূন্যতম এইচএসসি। তবে প্রথম শ্রেণীর ও জেলা পর্যায়ের ক্রিকেটারদের জন্য এসব শর্ত শিথিলযোগ্য। আবেদন পদ্ধতিসহ বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ওয়েবসাইটে।
এর আগে গত এপ্রিলে আম্পায়ারিং ইস্যু নিয়ে মিঠু বলেছিলেন, ‘আমরা পরিকল্পনা করেছি নতুন আম্পায়ারের জন্য কয়েকদিন পর বিজ্ঞপ্তি দেবো। তখন যারা ছেলে-মেয়ে দুই পক্ষ থেকে আগ্রহী তারা আসবে। এটা কিন্তু একটা প্রক্রিয়া। আমাদের নতুন আম্পায়ার আনতে হবে, ওই পরিকল্পনাই যাচ্ছে। হাইয়ার ট্রেনিং এইড কী আনা যায় এটাও আমরা চেষ্টা করছি।’
বা বু ম / অ জি