1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল প্যারাজাম্প উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ শহিদ বুদ্ধিজীবী দিবস সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮ প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন- স্বরাষ্ট্র উপদেষ্টা শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে হাদিকে বিদেশে পাঠাতে ব্যবস্থা নেবে সরকার- প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ গভীর নলকূপ হতে উদ্ধারকৃত শিশু সাজিদকে মৃত ঘোষণা দীর্ঘ ৩২ ঘণ্টার প্রচেষ্টায় শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন

সাভারে স্ত্রীর চুল কেটে দিলো আ.লীগ নেতা

  • সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২২৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় বঁটি দিয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছে তার স্বামী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোকন মোল্লা। রোববার দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকার ডাক্তার রানার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত খোকন মোল্লা (৪৯) খুলনা জেলার দিঘলিয়া থানার বামনডাঙ্গা গ্রামের পাচু মোল্লার ছেলে এবং খুলনা জেলার গাজীর হাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য( সদস্য নং – ২৩৬৬৫৬) ।

সে গত ৬ মাস যাবত তার স্ত্রী মুনজিলা খাতুনকে (২৫) নিয়ে রেডিও কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় একত্রে চাকরি করতেন। খোকন দুই সন্তানের জনক। সম্প্রতি আরেক গার্মেন্টস কর্মী মিম এবং রাশিদা বেগমের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারায় খোকন মোল্লা।  এরপর ওই নারীদের সাথে সম্পর্ক না রাখতে বাধা দেয়ায় খোকন মোল্লার স্ত্রী মুনজিলা খাতুনের সাথে বাড়ে কলহ।

ভুক্তভোগী মুনজিলা খাতুন বলেন, আমার কপাল খারাপ। সংসার জীবনের শুরুতে খোকন মোল্লার ছোট ভাই আমাকে দেখতে আসে এবং তার সাথে পারিবারিকভাবে বিয়ের দিন তারিখ ঠিক হয়। কিন্তূ ধার্যকৃত দিনে তার ছোট ভাইয়ের জায়গায় খোকন মোল্লা নিজে এসে আমাকে তড়িঘড়ি করে বিয়ে করে। আত্মীয় স্বজনদের বাধা থাকলেও আমাকে না পেলে আত্মহত্যা করবেন খোকন মোল্লা এমন হুমকি দেন। এক পর্যায়ে জোরপূর্বক আমার সাথে বিয়ে হয় খোকন মোল্লার। খোকনের সঙ্গে প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছি। এরমধ্যে জানতে পারি আমার আগেও আরও তিনটি স্ত্রী রয়েছে। তারা হলেন, স্বামী পরিত্যাক্তা সীমা , পুতুল ও বিউটি বেগম।

আমাকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ এর পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে সে। রোববার দুপুরে খোকন আমাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলে। আমি টাকা এনে দিতে অস্বীকার করায় আমার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে খোকন আমার গায়ে হাত তুলে।

তিনি বলেন, আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে পিছমোড়া দিয়ে বেঁধে রান্নাঘর থেকে বঁটি এনে আমার চুল কেটে দেয়। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যায় খোকন। পরবর্তীতে আমি এ বিষয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

অভিযোগের বিষয়ে প্রতিবেদক এর সাথে কথা হয় খোকন মোল্লার। তিনি বলেন, অন্যদের চাইতে আমি আমার তৃতীয় স্ত্রী মুনজিলা খাতুনকে অনেক ভালোবাসি। অন্যরা সবাই আমারে ছাইড়া গেছে । তার ঘরে আমার দুইটা সন্তান। আমার চাকুরীডা ছাইড়া দিছি। সম্প্রতি আমার শাশুড়ি আমার ভাড়া বাসায় উঠলে আমি তাকে চলে যেতে বলি অন্যথায় খরচ বাবদ ছেলেদের কাছ থেকে টাকা আনতে বলি। তারা আনবে না । এজন্য বউডারে কইছি তুই তোর ভাইয়ের বাড়িতে পাঠায়া দে।

পরকীয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এইডা কোন বিষয়.? এমন কত মেয়ে আমার পিছনে ঘুরে ” আমি পাত্তা দেই না। অন্য এক প্রশ্নে তিনি বলেন, জীবন ভর আওয়ামী লীগের রাজনীতি করছি” এজন্য বিভিন্ন মামলায় ৪৫ বার গ্রেপ্তার হইছি। কি হইছে .? এটাও আমার কিছু হবে না। আমারে ভয় দেখাইয়া লাভ নাই। 

এ ব্যাপারে সাভার মডেল থানার (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, চুল কাটার ঘটনায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত মামলা নিয়ে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪