সুমন পাটোয়ারী ,গাজীপুর :
কাশিমপুরের লোহাকৈর মাজার এলাকার এক পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক ব্যক্তি ওই পুকুরে একটি লাশ ভাসতে দেখে। পরে মাজারের লোকজনকে বিষয়টি জানালে তারা কাশিমপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মিজানুর রহমান জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।