গাজী তাহের লিটন, ভোলা।।
ভোলায় বিষ পানে আত্নহত্যা করতে যাওয়া সেই ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
গতকাল ১১ নভেম্বর দিনব্যাপী অবাধ নিরপেক্ষ ভোটে দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ৫৪০ ভোট পেয়ে মিলন চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি গত ৮ নভেম্বর সোমবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ভোট থেকে সরে যাবার হুমকি ধামকিতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এডিশনাল পুলিশ সুপার মোঃ আবুল কারাম আজাদ ও সদর থানার ওসি এনায়েত হোসেন। বিষপান করা মিলন চৌধুরী পুলিশ সুপারকে বলেন, ‘আমি এলাকায় দুর্দিনে আওয়ামীলীগকে সংগঠিত করে আজকের এই পরিণতি ভোগ করতে হয়েছে। এজন্য, আমি অভিমানে বিষপান করেছি।’
পুলিশ সুপার বলেন, পুলিশ কঠোর অবস্থানে থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করার লক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা শতভাগ নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো। নির্বাচনে সর্বত্র নিরপেক্ষ অবস্থান থেকে পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। আমরা আশ্বস্ত করতে চাই কোন প্রার্থীর পক্ষে কোন অবস্থাতেই পুলিশ পক্ষ অবলম্বন করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,যদি কোন কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ সুপারের এই আশ্বাসে সুস্থ্য হয়ে ৪ দিন পরে মিলন চৌধুরী নির্বাচনী মাঠে ফিরে যান। অবশেষে ১১ নভেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে ৫৪০ ভোট বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পান ১৬০ ভোট।