ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিহাটের পাটগ্রাম উপজেলার ২৮টি পূজামন্ডবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেক মন্দিরকে ৫০০কেজি করে চাউল বিতারণ করলেন এম পি মোতাহার হোসেন। এছাড়াও নিজস্ব উদ্যোগে প্রত্যেক মন্দিরে ২ হাজার টাকা মুল্যের চেক বিতরন করেন তিনি।
এ সময় তিনি বলেন,ধর্ম যার যার দেশ সবার এই স্লোগানের মধ্য দিয়ে সবাইকে ঐক্যের মাধ্যমে দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে হবে।
আজ ৭অক্টোবর দুপুর ১টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল,পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন লিপু,এলজিইডি কর্মকর্তা মাহবুব উল আলম সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ।