মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
গ্রাহকদের পরিশোধিত বিদ্যুত বিলে নির্ধারিত নিয়মে রেভিনিউ স্ট্যাম্প না লাগিয়ে প্রতিবছর বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছেন জনতা ব্যাংক মাধবপুর শাখার সংস্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা।প্রতিদিন গড়ে ১ শ জন বিদ্যুত গ্রাহক জনতা ব্যাংকের এই শাখায় তাদের বিদ্যুত বিল পরিশোধ করে থাকেন বলে শাখা ব্যবস্থাপক রঘুনাথ রায় জানান। তিনি আরো জানান প্রতিবছর বিদ্যুত বিল বাবদ ৮০/৯০ লাখ টাকা জমা পড়ে ব্যাংকের এই শাখায়।৫ শ টাকা বা তদূর্ধ্ব পরিমান বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগানোর নিয়ম রয়েছে।প্রতিদিন গড়ে ৫ শ টাকা বা তদূর্ধ্ব পরিমানের বিল জমা পড়ে প ৩০/৩৫ টি।বিল গ্রহনের সময় নিয়মানুযায়ী বিলের গ্রাহকের অংশে ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প লাগানোর নিয়ম থাকলেও ব্যাংকের সংস্লিষ্ট শাখার কর্মকর্তারা রেভিনিউ স্ট্যাম্প না লাগিয়েই গ্রাহকদের বিল গ্রহন করেন।ফলে সরকার রেভিনিউ বাবদ প্রাপ্ত বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।নিয়ম থাকলেও কেন নির্ধারিত পরিমানের বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগানো হয় না তা জানতে চাইলে জনতা ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক রঘুনাথ রায় জানান,মাঝেমধ্যে হয়তো মিস হয়। অনেক সময় স্ট্যাম্প পাওয়া না গেলেও এমনটা হতে পারে।তবে তার ব্যাংক স্ট্যাম্প রেজিস্টার মেইনটেইন করে থাকে বলে তিনি জানান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিদ্যুত বিলে লাগানোর জন্য রেভিনিউ স্ট্যাম্প সংস্লিষ্ট পল্লীবিদ্যুত সমিতি ও বিদ্যুত বিভাগ ব্যাংকে সরবরাহ করে থাকে।#