রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২১ এর ২য় দিনে আড়িয়াল খাঁ নদীতে মোবাইলকোর্ট পরিচালনা করে প্রায় সাড়ে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ আটক করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কালকিনি, মাদারীপুর এর উদ্দ্যোগে অভিযানে ইলিশ মাছ ধরার দায়ে একজন জেলেকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সন্দীপন মজুমদার,কালকিনি থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম,ক্ষেত্র সহকারী রকিবুজ্জামান ও মানজুরুল ইসলাম, পুলিশ বাহিনীর অন্যান্য সদস্য ও লিফবৃন্দ।