কুমিল্লা ব্যুরে:
ভালোবাসায়, দ্রোহে ও সংগ্রামে এই শিরোনামে আবৃত্তি জোট, কুমিল্লা আত্নপ্রকাশ হয়েছে। শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্ধোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি, আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী আবু নাছের মানিক, যুগ্ন সম্পাদক মাহতাব সোহেল, সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী সারওয়ার নাইম, আবৃত্তি জোট কুমিল্লা’র উপদেষ্টা, বিশিষ্ট নজরুল গবেষক, সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ড. আলি হোসেন চৌধুরি, কবি সৈয়দ আহমেদ তারেক।
অনুষ্ঠানে আবৃত্তি করেন জোটের অন্তর্ভুক্ত দল বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠশিল্পী বাংলা, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ, কারুকন্ঠ আবৃত্তি পাঠশালা, চিরতরুণ পর্ষদ, স্বরধ্বনি আবৃত্তি কুঞ্জ, শব্দ-কন্ঠ চর্চা কেন্দ্র, “অ” আবৃত্তি চর্চাশালা, প্রাচী পরিষদ, বাচিক শিল্প চর্চা কেন্দ্র, আবৃত্তি বিকাশ।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লার বরেণ্য সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব, সদ্য প্রয়াত ফরিদ উদ্দিন সিদ্দিকির মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তার আত্নার শান্তি কামনা করা হয়।