কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী।
অনুষ্ঠানে আলোচনা করেন লেখক ও গবেষক এডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু হাসানাত বাবুল, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষকা রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা কালেক্টরেট স্কল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটনসহ অন্যান্যরা।