1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধে দুই প্রধান শিক্ষকের প্রকাশ‍্যে হাতাহাতিতে একজন আহত

  • সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূর্ব বিরোধে দুই প্রধান শিক্ষকের মধ‍্যে প্রকাশ‍্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে প্রাথমিক বিদ‍্যালয়ের এক প্রধান শিক্ষক আহত হয়ে উপজেলা স্বাস্‍হ‍্য কমপে­ক্সে চিকিৎসাধীন রয়েছে। দুই প্রধান শিক্ষকের এমন কান্ডে উপজেলার মাধ‍্যমিক ও প্রাথমিকের শিক্ষকসহ সচেতন মহল হতবাক হয়ে পড়েছে । বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, উপজেলার সোনাহাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ আলম এর মধ‍্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ সেপ্টেম্বর( মঙ্গলবার) বিকেলে
দুই শিক্ষকের একই সীমানায় জমির গাছ এবং বাঁশ কাটা নিয়ে সোনাহাট বাজার জামে মসজিদের দক্ষিন পাশে ফলের দোকানের সামনে দুজনের মধ্যে ঝগড়া লাগে । ঝগড়ার এক পর্যায় দুই প্রধান শিক্ষকের মাঝে হাতাহাতি হয়। এতে আলমগীর হোসেনের ঘুষির আঘাতে আলফাজ আলমের চোখের নীচে ফেটে রক্ত ঝড়তে থাকে। এসময় বলদিয়া ইউনিয়নের ব্যাপারীটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজদার হোসেন উপস্থিত হয়ে তাদের নিবৃত করেন এবং আলফাজ আলমকে সরিয়ে নিয়ে যান। পরে আলফাজ আলমকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করোনো হয় এবং রাতে প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে অভিযুক্ত করে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন আলফাজ আমার সাথে খারাপ আচরন ও বেয়াদবি করায় আমি তাকে থাপ্পর মারি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ভায়েরী হয়েছে। তদন্ত করে ব‍্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪