সজীব হাসান, বগুড়া সংবাদদাতা ঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।বগুড়া ডিবি পুলিশ সূত্রে জানা যায় অদ্য ইং-০৫/০৯/২০২১ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন শালফা কলেজপাড়া সাকিনস্থ বাবু ‘ছ‘ মিল এর সামনে নির্মানাধীন বর্ধিতাংশ রাস্তার উপর হইতে ৬১ বোতল পলাশবাড়ী উপজেলার মুরারীপুর গ্রামের মৃতঃ মাহবুব হাওলাদারের ছেলে ১/ মনিরুজ্জামান হাওলাদার( ৪০) ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ শেরপুর থানাধীন ধুনট মোড় খাদ্য গোডাউনের পেছনে প্রফেসর আঃ কাদের এর বাসার ভাড়াটিয়া, শেরপুর, বগুড়া এবং ২। মোঃ মনিরুজ্জামান ওরফে ধলাই(৪১), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-ফার্শিপাড়া (চৌধুরী পাড়া), থানা-ধামুইরহাট, জেলা- নওগাঁ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।