বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-
সখীপুর উপজেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুর, থানার পুকুর, নলুয়া পাহাড়কাঞ্চন পুর লেকে ও নকিল বিলে ৩২৫ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাংবাদিক আমিনুল ইসলাম, জুলহাস গায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।