আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামের কৈকি রানী মন্ডল নি:সন্তান বিধবা ও হতদরিদ্র বৃদ্ধা দীর্ঘদিন যাবৎ জরাজীর্ন ঘরে এক বেলা খেয়ে,না খেয়ে দিনপার করে আসছিল। বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যার নজরে এলে তাৎক্ষিক জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বারকে অবগত করেন। পরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৩ টা দিকে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানার ওসির নিজস্ব অর্থায়নে নগদ ২ হাজার টাকা,১টি শাড়ীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এস.আই জহিরুল হক এর মাধ্যমে পৌছে দেন। এ সময় তিনি সহায়তা পেয়ে চোঁখের পানি ফেলে তাকিয়ে থাকে। এবং দু:সময়ে এ উপকারের কথা মনে রাখবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন অসহায় হতদরিদ্র পরিবারগুলির পাশে থেকে সবার সহযোগীতা করা উচিত। আগামী শনিবার এসপি স্যার তার বাসা পরিদর্শন করবে বলেও জানান তিনি।