মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান :
কুমিল্লায় অসহায় ২৫ পরিবারের মাঝে ৫০ ব্যান্ডেল ঢেউটিন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর মুন্সেফ বাড়ি এমপি বাহারের ব্যক্তিগত কার্যলয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের ঢেউটিন ও চেক বিতরন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যন এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু মুছা সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউ টিনের টোকেন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।